পাখি কখন জানি উড়ে যায় লিরিক্স - লালন গীতি
পাখি কখন জানি উড়ে যায় লিরিক্স এই গানটি খুবই জনপ্রিয় একটি গান। পাখি কখন জানি উড়ে যায় গানটি কথা ও সুর করেছেন লালন শাহ্। পাখি কখন জানি উড়ে যায়
লিরিক্স নিচে দেওয়া হলো।
আশা করি গানটি শুনতে ভালো লাগবে। আপনার যদি কারো বাংলা লিরিক্স, হিন্দি লিরিক্স এবং ইংরেজি লিরিক্স গানের প্রয়োজন হয়, আপনি সহজেই এই ওয়েবসাইটে পেতে পারেন।
![]() |
পাখি কখন জানি উড়ে যায় লিরিক্স |
আজকের টপিকে স্বাগতম! ★ আমারলোড ব্লগে প্রযুক্তিগত আপডেটের জন্য Google News অনুসরণ করুন।
পাখি কখন জানি উড়ে যায় গানের বিস্তারিত :
গানঃ পাখি কখন জানি উড়ে যায়।
গায়ক: ছপি মন্ডল
কথা: লালন শাহ্
সুর: লালন শাহ্
পাখি কখন জানি উড়ে যায় লিরিক্স - লালন গীতি
একটা বদ হাওয়া লেগে খাঁচায়
পাখি কখন জানি উড়ে যায়।
খাঁচার আড়া পলো ধ্বসে
পাখি আর দাঁড়াবে কিসে,
ঐ ভাবনা ভাবছি বসে,
চমকজ্বরা বইছে গায়,
সদা চমকজ্বরা বইছে গায় ।
পাখি কখন জানি উড়ে যায়।।
কারবা খাঁচা কেবা পাখি,
কারে আপন কারে পর দেখি
আমি কারবা খাঁচা কেবা পাখি,
কারে আপন কারে পর দেখি
ঐ ভাবনায় ঝরে আঁখি ।।
আমারে মজাতে চায়।
পাখি আমারে মজাতে চায়।
পাখি কখন জানি উড়ে যায়।।
আগে যদি যেত জানা
জংলা কভু পোষ মানে না।
তার সনে আর প্রেম করতাম না
লালন ফকির কেঁদে কয়।।
পাখি কখন জানি উড়ে যায়।।